প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রথম প্রেম’। এটি নির্মাণ করেছেন মুশফিক কল্লোল। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মিথিলা ও মনোজ কুমার। টেলিফিল্মটিতে রূপা চরিত্রে মিথিলা এবং তপু চরিত্রে মনোজ অভিনয় করেছেন। রূপা ও তপু একই গ্রামের বাসিন্দা। রূপাকে তপুর ভালোলাগলেও কখনো তা মুখ ফুটিয়ে বলা হয়ে উঠেনি। একসময় রূপা কলেজের পড়াশুনা শেষ করে ঢাকায় আসে। আরেকটি ছেলের সঙ্গে রূপার সম্পর্ক গড়ে উঠে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। মিথিলা বলেন, ‘টেলিফিল্মটির শূটিং মানকিগঞ্জ এবং ঢাকার উত্তরায় সম্পন্ন হয়েছে। মুশফিক কল্লোলের নির্দেশনায় কাজটি করেছি। আমার কাছে মনে হয়েছে, কাজটি অনেক ভালো হয়েছে। মনোজের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও এখন অনেক ভালো। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ মনোজ কুমার বলেন, ‘মিথিলার সঙ্গে এরইমধ্যে বেশ কিছু কাজ করেছি। তার সঙ্গে করা কাজগুলো দর্শকেরও বেশ পছন্দ হয়েছে। মিথিলা খুব ফ্রেন্ডলি, তারসঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রথম প্রেম টেলিফিল্মটিও বেশ ভালো হয়েছে। আশা করছি, এই টেলিফিল্মেও আমাদের দু’জনের অভিনয় দর্শক বেশ উপভোগ করবেন।’ মিথিলা জানান, আগামী ভালোবাসা দিবসে রাত ১১.২০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। আবার পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে সাতপর্বের ওয়েব সিরিজ হিসেবে এটি প্রচার হবে। মিথিলা ও মনোজ প্রথম একসঙ্গে ‘নীরার নীল আকাশ’ নাটকে অভিনয় করেন। এরপর তারা দু’জন রেদওয়ান রনির ‘বিয়ের দাওয়াত রইলো’, ইফতেখার আহমেদ ফাহমি’র শর্টফিল্ম ‘একটি সবুজ ব্যাগ’-এ অভিনয় করেন। পাশাপাশি বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেও তারা দু’জন বেশ ভালো সাড়া পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।