Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রজনীশের শিষ্যার ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

প্রিয়াঙ্কা চোপড়া একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে ধর্মগুরু রজনীশ ওরফে ওশোর শিষ্যা আনন্দ শিলার ভূমিকায় অভিনয় করবেন।
ইংরেজি ভাষাভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করবেন ‘বাগজি’ এবং ‘রেইন ম্যান’ চলচ্চিত্রের জন্য খ্যাত হলিউডের অস্কারজয়ী নির্মাতা ব্যারি লেভিনসন।
প্রিয়াঙ্কা এলেন ডিজেনারেস শোতে বলেছেন : “ব্যারি লেভিনসনের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করছি। এটি নির্মিত হবে শিলার ভাষ্যে, যে ভারতীয় এক গুরুর শিষ্যা ছিল। সে ছিল ওশোর ডান হাত। তাদের পথ ছিল বিভ্রান্তিকর। তারা আমেরিকায় এক ধর্মগোষ্ঠি প্রতিষ্ঠিত করেছিল। আমি এতে অভিনয় করব আর প্রযোজনাও।”
ওশো আর শিলা আনন্দ মিলে অরেগনের ওয়াস্কো কাউন্টিতে বিতর্কিত গোষ্ঠীর আশ্রম ‘রজনীশপুরম’ প্রতিষ্ঠা করে। নেটফ্লিক্সের ২০১৮’র ডকু-সিরিজ ‘ওয়াইল্ড. ওয়াইল্ড কান্ট্রি’তে এই কাহিনী তুলে ধরা হয়।
শকুন বাত্রা উল্লেখিত নতুন চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করবেন। আশা করা হচ্ছে আমির খান রজনীশ ওরফে ওশোর ভূমিকায় অভিনয় করবেন।
টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ ছাড়াও প্রিয়াঙ্কা হলিউডের ‘বেওয়াচ’, ‘এ কিড লাইক জেক’ এবং ইজন্ট ইট রোমান্টিক’ চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন। আগামীতে তাকে সোনালি বোস পরিচালিত বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ চলচ্চিত্রে ফারহান আখতারের বিপরীতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ