Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে হাফেজদের সম্মাননা ও বৃত্তি প্রদান

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

সিরাজদিখানে কোরআনে হাফেজদের বিশেষ সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নতুন ভাষানচর হাফিজুল উলূম ইসলামিয়া মাদরাসার ৪৬ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিনে হাফেজদের দস্তারবন্দী (পাগরী প্রদান) উপলক্ষে সামাজিক সংগঠন ইউথ ফাউন্ডেশন হাফেজদের বিশেষ সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিনে বালুরচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্করের সভাপতিত্বে মাদরাসার মুহতামীম, শাইকুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা জয়নুল আবেদীনরে পরিচালনায় হাফেজদের দস্তারবন্দী অনুষ্ঠানে ইউথ ফাউন্ডেশন সংগঠনের প্রধান উদেষ্টা নরুজ্জামান এ বছর ৮ জন হাফেজদের বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাইজিদ খান, সহসভাপতি জাকারিয়া হিমু, মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ