Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন কাউন্সিলর পদে ৫০ জনের মনোনয়ন দাখিল

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৩১ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ দিন পর্যন্ত এ সমস্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখির করেন। নির্বাচন ২৮ ফেব্রুয়ারি।

আমতলী পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান মেয়র মো. মতিয়ার রহমান, মো. চান গাজী, মো. মোশাররফ হোসেন, মো. জিল্লুর রহমান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন ১-৩ নং ওয়ার্ডে ৪ জন লিপি আক্তার, মর্জিনা বেগম, মোসা. কামরুন্নাহার আইরিন, মোসা. শাহনাজ পারভীন। ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন শিউলী রানী, রাশেদা আক্তার আলফী, ফরিদা ইয়াসমিন (১), ফরিদা ইয়াসমিন (২)। ৭,৮,৯নং ওয়ার্ডে ৫জন সুলতানা রোজি, নাজমুন নাহার, মোসা. লুৎফুন্নাহার, মাকসুদা বেগম, মোসা. মিনারা বেগম। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম, মো. হাবিবুর রহমান। ২নং ওয়ার্ডে মো. মনিরুল ইসলাম, মনজুরুল ইসলাম। ৩নং ওয়ার্ডে মো. রফিজ উদ্দিন হাওলাদার, আবু জাফর গাজী, ডা: মো. শাহ আলম, মো. মোজাম্মেল হোসাইন, মো. ওসমান গনি, মো. জাহিদুল ইসলাম তালুকদার। ৪নং ওয়ার্ডে মো. মোয়াজ্জেম হোসেন খান, হোসেন সিদ্দিকী রেজওয়ান, মো. রিয়াজ উদ্দিন। ৫নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিন, আবদুর রহিম গাজী, মোসা. পিয়ারা বেগম, মো. আল আমিন, মো. মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মো. জসিম উদ্দিন হাওলাদার। ৬নং ওয়ার্ডে সোহাইব আহম্মেদ সজীব, অশোক কুমার মজুমদার, মো. মাজহারুল ইসলাম, আবুল বাশার। ৭নং ওয়ার্ডে দুলাল গাজী, মো. হারুন ফকির, মো. মহিউদ্দিন মহিন, মো. শামসুল হক চৌকিদার, মো. সেলিম রেজা টিটু, সঞ্জয় হাওলাদার। ৮নং ওয়ার্ডে মহিউদ্দিন আহাম্মদ, এ.কে.এম কামরুল আহসন, মো. আবু সুফিয়ান, মো. নুর জামাল, মো. কালু মিয়া, মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে জিএম মুছা মনোনয়নপত্র দাখিল করেছেন, তার প্রতিদ্ব›দ্বী হেসেবে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

উল্লেখ্য আমতলী পৌরসভার তৃতীয়বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ১৩ জানুয়ারী। এরপরের বারে সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও আমতলীর পৌরসভার সীমানা নিয়ে জটিলতার কারণে মামলা হলে আট বছর পর এবার ৪র্থ বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ