Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে অফিসার পরিষদের নতুন কমিটি

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০১৯-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মাহবুবুর রহমান (আলমগীর)। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক হিসেবে মোহাম্মদ ফিরুজুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ হিসেবে এ.কে.এম. মানছুরুল ফেরদৌস, দফতর ও প্রচার সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফারুক আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ আশরাফ উজ্জামান (সেলিম) এবং মহিলা সম্পাদিকা হিসেবে ড. রুমা রায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), মো. হাফিজুর রহমান, মো. লুৎফুর রহমান, মো. আব্দুল মান্নান, আ.স.ম. ইকবাল কবীর এবং সিদ্ধার্থ শংকর বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ