Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষীপু জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ৩নম্বর ভাদুর ইউনিয়নের সমেষপুর এবাদউল্ল্যা মিঝি বাড়ী থেকে পঁচা মার্কেট পর্যন্ত সড়কটির নির্মান কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে ঠিকাদার অনিয়ম ও নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে কাজ অব্যাহত রাখার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টায় নির্মানাধীন সড়কে এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম, শিক্ষক আঃ জলিল, সমাজকর্মী ফারুক হোসেন, তোফায়েল আহম্মেদ, সাবেক সেনা সার্জেন্ট বাচ্ছু আঠিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, বাচ্ছু মিয়া, কৃষক বাবুল মিয়া, সিরাজ মিয়া, মন্তাজ, সৈয়দ আহম্মদ, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিজি, মাইন উদ্দিনমহ শত শত লোকজন জানান, ৩/৪ মাস পূর্বে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটি নির্মান কাজ শুরু করে।

কাজ শুরু খেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায়, সড়কটির তদরকির কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী তহির উদ্দিনকে ম্যানেজ করে সিডিউলের তোয়াক্কা না করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলশান এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মোঃ হাবিবুর রহমান ইচ্ছামত রাস্তার বক্স-কাটিং-২২ ইঞ্চির স্থলে ১৬ ইঞ্চি গভীররতায় উচু নিচু ভাবে বক্স-কাটিং করে বালি ফেলে দীর্ঘদিন পর্যন্ত কাজ বন্ধ রাখে। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল মাদ্রসার ছাত্রছাত্রী, সাধারন মানুষ, ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। এভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে মানুষ আরো বেশী ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করছে। উক্ত সড়কে চলাচলরত স্থানীয় লোকজন সাব-বেইছ উঠিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

রামগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী তহির উদ্দিন জানান, মানববন্ধন করলে যদি রাস্তার কাজ ঠিকমতো হয় তাহলে এলাকাবাসী মানববন্ধন করুক। এতে আমাদের কিছু যায় আসে না।
উপজেলা নির্বাহী প্রকৌশলী শিফাত আহম্মেদ জানান, এ কাজের এখনো কোন অংশের বিল দেয়া হয়নি। তদন্ত করে অনিয়মত থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহীদ হোসেন ভূইয়া জানান, আমি স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে বিষয়টির ব্যপারে জেনেছি। কোন অনিময়ম মেনে নেয়া যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ