Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঋণ বিতরণে সফলতায় সম্মাননা পেল ৩৮ ব্যাংক

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঋণ বিতরণে সফলতায় সম্মাননা পেল ৩৮ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ সম্মাননা দিয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষিঋণ বিতরণ করায় এভাবে সম্মাননা দিয়ে পুরস্কৃত করা হলো। অর্থবছরে এ সময়ে এসব ব্যাংক ১৫ হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ হাজার ৯৭৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। বুুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে লক্ষ্যমাত্রা পূরণে সফল ৩৮ ব্যাংককে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ সম্মাননাপত্র দেয়া হয়। ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননাপত্র তুলে দেন ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। সম্মাননা পাওয়া ব্যাংকগুলো হলো ডাচ্-বাংলা, জনতা, কৃষি, ইসলামী, আল-আরাফাহ্ ইসলামী, সোস্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম, পূবালী, উত্তরা, আইএফআইসি, প্রিমিয়ার, প্রাইম, যমুনা, বেসিক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, ইউসিবি, ব্যাংক এশিয়া, এনআরবি কমার্শিয়াল, বাংলাদেশ কমার্স, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড, ওয়ান, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, মিডল্যান্ড, ট্রাস্ট, ইবিএল, দ্য সিটি, এনআরবি, দ্য ফারমার্স, উরি, হাবিব, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আল-ফালাহ, সিটি এনএ, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড। নিয়মানুযায়ী, কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে যে অর্থ ফান্ডে জমা থেকে যায় তা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক। এ অর্থের ওপর বাংলাদেশ ব্যাংক কোনো সুদ দেয় না। পরের বছর অনর্জিত অংশসহ লক্ষ্যমাত্রা পূরণ করলে কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা অর্থ ফেরত দেয়া হয়। আলোচ্য অর্থবছরে ১৮টি ব্যাংক অবশ্য কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঋণ বিতরণে সফলতায় সম্মাননা পেল ৩৮ ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ