Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৃষিঋণ বিতরণে সাফল্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি পেল ইবিএল

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কৃষিঋণ বিতরণে ২০১৪-১৫ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারকে প্রশংসাপত্র প্রদান করছেন বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। ইবিএল এ নিয়ে উপর্যুপরি পাঁচবার এই স্বীকৃতি লাভ করল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল এসএমই বিভাগ প্রধান মো. খোরশেদ আলম এবং সিআরএম বিভাগ প্রধান ওসমান রাশেদ মুঈন। ইস্টার্ন ব্যাংক তাদের ইবিএল কৃষিঋণ ও ইবিএল প্রযুক্তি কর্মসূচির আওতায় গ্রামীণ শাখাগুলোর মাধ্যমে কৃষকদের মাঝে সরাসরি ঋণ বিতরণ করে থাকে। এছাড়াও ইবিএল, এমএফআইয়ের মাধ্যমে ক্রেডিট হোলসেল কর্মসূচির আওতায়ও কৃষিঋণ প্রদান করে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিঋণ বিতরণে সাফল্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি পেল ইবিএল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ