পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই অঞ্চলে ৪৮ টি সদস্য দেশের মধ্যে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশকে। এমনকি ভারতের থেকেও এডিবি বাংলাদেশকে বেশি ঋণ দিয়েছে। এডিবি থেকে ঋণ নেয়ায় বাংলাদেশ নাম্বার ওয়ান বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ভারতীয় হাইকমিশনারের (ইনচার্জ) সঙ্গে সাক্ষাত শেষে মন্ত্রী এ তথ্য জানান।
এম এ মান্নান বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এডিবি বাংলাদেশকে ৫ দশমিক ৮ বিলিয়ন ঋণ দিয়েছে। অন্যদিকে ভারত এডিবি থেকে ঋণ নিয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ঋণ নেয়ায় আমরা ৪৮টি দেশের মধ্যে এক নম্বর। ঋণ নেয়া এক দিকে ভালো অন্য দিকে খারাপ দিকও আছে। তিনি বলেন, প্রতিনিধিরা রেলের গতি বাড়াতে বলেছে। আমরাও রেলের গতি বাড়াতে চায়। রেলে ঢাকা থেকে চট্টগ্রামে ৮ঘণ্টা সময় লাগে। এটাকে ছয় ঘণ্টায় কমিয়ে আনতে চাই।
এম এ মান্নান বলেন, ভারতীয় এলওসি ঋণে বাস্তবায়িত প্রকল্পের গতি বৃদ্ধি করতে চায় ভারত। এডিবিও চায় প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে। আমরাও গতি বৃদ্ধি করতে চায়। প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।