Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক অনুপস্থিত

চার জেলায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

শিক্ষার পরিবেশ, মান, ভর্তি ও এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকাসহ ৪ জেলার ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার এ অভিযান চালানো হয় বলে দদুক সূত্রে জানা যায়। ঢাকা বাইরে ৩ জেলা হলো রাঙামাটি, দিনাজপুর ও ফরিদপুর।
দুদক জানায়, দিনাজপুরের নবাবগঞ্জের কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্নাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৬ জন প্রধান শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে।
ফরিদপুর সদরের ৪টি বিদ্যালয়ে অভিযান হয়। এর মধ্যে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে স্কুলে অনুপস্থিত পাওয়া যায়। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অভিযানের সময় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, হালিমা গার্লস স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রমাণ মেলে। অভিযানের সময় রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২ হাজার টাকা করে অতিরিক্ত আদায়ের প্রমাণ পায় দুদক। আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানের বিষয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থায় বিরাজমান অবক্ষয় ও বিশৃঙ্খলা দূর করতে দুদকের এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ