Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে নিজেদের ‘ভূমিকা’ নিয়ে বিব্রত মেনন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সংসদে ভূমিকা নিয়ে বিব্রত ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল জাতীয় সংসদে এক আলোচনায় অংশ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে থাকার কথা উল্লেখ করেন তিনি। সংসদে বিরোধী দলে বসতে তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে এক আলোচনায় রাশেদ খান মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আনন্দিত। তবে এই আনন্দের সঙ্গে আমরা একটু বিব্রতও বটে। সংসদে প্রবেশের সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জানতে চেয়েছে সংসদে আপনাদের অবস্থান কী হবে?
এ প্রসঙ্গে দলীয় ফোরামে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের উদ্ধৃতি দিয়ে মেনন বলেন, প্রধানমন্ত্রী তার দলের বৈঠকে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই সংসদে সরকারি দল যেমন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হবে, তেমনি বিরোধী দলও মুক্তিযুদ্ধের স্বপক্ষের হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ