Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক সরকার আদম আলী গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার, নরসিংদী: | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নরসিংদীর প্রথিতযশা সাংবাদিক সরকার আদম আলী গুরুতর অসুস্থ। তিনি ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকার উত্তরা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে চিকিৎসা করেছেন। গতকাল তার শরীরে অস্ত্রোপচার করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই অবস্থায় পরিবারবর্গ নরসিংদীবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সম্প্রতি সাংবাদিক সরকার আদম আলী ফেইসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছন। স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। প্রিয় এফবি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন গত বছর এপ্রিল মাসে আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে আমার ছোট বড় দুটি অপারেশন হয়। সেই অপারেশনের পর আমি অনেকটাই ভালো হয়ে গিয়েছিলাম। সবার সাথে দেখা সাক্ষাৎ না হলেও আমি বাসায় বসে বসে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। নির্বাচনের পর আমার সার্জারি ডাক্তার আমাকে একটি ‘প্যাট সিটি স্ক্যান’ করার পরামর্শ দেন। ওই প্যাট সিটিতে ধরা পড়ে যে আমার লিভারে টিউমার দেখা দিয়েছে। আমি জানি না কেন এমন হয়েছে। তবে একই হাসপাতালের অনকোলজিস্ট আমাকে জানিয়েছেন সঠিক সময়ে কেমোথেরাপি না নেওয়ার কারণে এ অবস্থা হয়ে থাকতে পারে। আমি তাকে জানিয়েছি যে, আমি বার বার সার্জারি কনসালট্যান্ট সাহেবকে কেমোথেরাপির কথা জানালেও তিনি আমাকে একবারে বলে দিয়েছেন সেটা আমি দেখব। আমি যখন বলবো তখনই কেমোথেরাপি নেবেন। শেষ পর্যন্ত আমাকে এই কঠিন ভাগ্যই বরণ করতে হলো। ভাগ্যের টানে আমি আজ ঢাকার বি আর বি হাসপাতালে লিভার অপারেশনের জন্য ভর্তি হতে এসেছি। বিশিষ্ট লিভার সার্জন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সাহেব সম্ভবত আজ আমার লিভারে অস্ত্রোপচার করবেন। একজন ভাগ্যাহত মানুষ হিসেবে আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসাবে, সহকর্মী হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। মহান আল্লাহর পরীক্ষায় আমি যেন উত্তীর্ণ হতে পারি। আল্লাহ আমাকে যেন পরিপূর্ণভাবে সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে দেন। আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সুযোগ দেন। আমিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ