Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে অনিয়ম, প্রথম মামলা সুব্রত চৌধুরীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নির্বাচনের অনিয়ম তুলে ধরে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকা-৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এটিই হলো ট্রাইব্যুনালের প্রথম নির্বাচনী মামলা। এখন মামলাটি ট্রাইব্যুনালের বিচারপতির সম্মতির পর শুনানির জন্য কার্যতালিকায় আসবে। প্রধান বিচারপতি এই ধরনের মামলা শুনানির জন্য ছয়টি একক বেঞ্চকে দায়িত্ব দিয়েছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেছেন, গত মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালের শাখায় এ মামলা করেন। এর পরই শুরু হবে শুনানি। তারা বিশ্লেষণ করে মামলা ফাইল করলে নির্বাচনী আবেদনের শুনানির এখতিয়ার পাওয়া বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে। তিনি আরো বলেন, আমি একজন প্রার্থী হিসেবে মামলা করলে ভালো হবে মনে করে এটা করেছি। প্রত্যেক প্রার্থী তার নিজের ইচ্ছায় মামলা করবেন। তাকে চাপিয়ে দেয়ার কিছু নেই।
প্রসঙ্গত, নির্বাচনের প্রজ্ঞাপন হওয়ার ৪৫ দিনের মধ্যে মামলা করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে মঙ্গলবার ৩০ দিন পূর্ণ হচ্ছে। মামলা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থীদের হাতে এখনো ১৫ দিন সময় রয়েছে। যদিও ঐক্যফ্রন্ট ও বিএনপি ঘোষণা দিয়েছিলেন ৩০ শে জানুয়ারির মধ্যে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটের অনিয়ম তুলে ধরে মামলা করবেন। সেই অনুযায়ী প্রার্থীরা নিজ আসনের ভোটের অনিয়মের তথ্য উপাত্ত সংগ্রহ করে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে জমাও দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ