Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে যাওয়া কিশোরী উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মায়ের বকুনি খেয়ে পালিয়ে যাওয়া কিশোরীকে এক মাস পর উদ্ধার করে আনলো পুলিশ। তিশা পাল (১৬) নগরীর পাহাড়তলীর বাসন্তী গালর্স হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম তপন পাল। তাদের বাসা পাহাড়তলী জেলে পাড়ায়। গ্রামের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও পাল পাড়ায়।
পুলিশ জানায়, বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় তাকে বকুনি দেয় তার মা বিউটি পাল। এতে অভিমান করে গত ২৬ ডিসেম্বর ঘর ছেড়ে পালিয়ে যায় তিশা। পরদিন তার মা পাহাড়তলী থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন। এক মাসের চেষ্টায় সোমবার রাতে নগরীর বায়েজীদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকা বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়।
পুলিশ জানায়, অভিমান করে বাসা থেকে পালিয়ে রিকশায় করে ওয়াজেদিয়া এলাকায় চলে যায় এ কিশোরী। পরে সে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ির লোকজন তাকে বাসায় পৌঁছে দেয়ার চেষ্টা করে। কিন্তু ঠিকানা ভুলে যাওয়ার ভান করে ওই কিশোরী। সে অত্যন্ত অসহায়, তার মাথা গোঁজার ঠাঁই নেই এমন কথা বলে ওই বাড়িতে আশ্রয় নেয়। এদিকে নিখোঁজ ডায়েরি তদন্ত করতে গিয়ে পুলিশ ওই কিশোরীর সন্ধান পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ