বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ড. এ এফ এম মনজুর কাদির।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেসিডেন্টের সম্মতিক্রমে মনজুর কাদিরকে মহাপরিচালক পদে মনোনীত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিপিই’র নতুন মহাপরিচালক হিসেবে এ এফ এম মনজুর কাদিরকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিদ্যালয় শাখা) হিসেবে নিয়োজিত ছিলেন। প্রায় ৩ বছর ধরে তিনি এ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে ডিপিই’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল ডিপিই’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে তাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে এ পদটি শূন্য থাকার পর গতকাল নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।