Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মেহেদী হাসান, ফরিদুল, আসলাম তালুকদার, শাহআলম শেখ, বাবু মিয়া ও রুবেল। গত মঙ্গলবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশে এবং চন্দ্রিমা উদ্যান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, ৪টি এন্টি কাটার বেøড, একটি পেন্সিল কম্পাস, একটি ড্যাগার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, গ্রেফতারকৃতরা রাজধানীর বাড্ডা, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। তার বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে থাকা মূল্যবান দ্রব্য-সামগ্রী ছিনতাই করতো। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি ছিনতাই করেছে। মূলত তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলে কাজ করে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ