Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৩:১৫ পিএম

দেশের কিছু অংশ আবারো শৈত্যপ্রবাহের কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এটা শুরু হতে পারে কাল বৃহস্পতিবার থেকেই। তবে এবারকার শৈত্যপ্রবাহটি দীর্ঘ দিন যেমন থাকবে না তেমনি এটা তেমন শক্তিশালীও হবে না। আবহাওয়া অফিস জানিয়েছে, এবার দেশের পশ্চিমাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস আজ বুধবার কোনো এলাকা শৈত্যপ্রবাহ কবলিত না হলেও রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় দুপুরের আগ পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হবে। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় সকালে কোথাও ১ ডিগ্রি আবার কোথাও ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে। ঠাণ্ডার অনুভূতি আরো বাড়বে সকাল বেলা সূর্য আলো ছড়াতে না পারলে।

সকালে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। কুয়াশা থাকলেও দেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকার কারণে ঠাণ্ডার অনুভূতি বাড়তে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্যপ্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ