Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষ জনশক্তি তৈরিতে আইটি খাতকে গুরুত্ব দিতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

এলএনজি টার্মিনাল, ডীপ সী পোর্ট, পতেঙ্গা টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, বে-টার্মিনাল, মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম অঞ্চল দেশের অর্থনৈতিক হাবে রূপান্তরিত হবে। এসব প্রকল্পকে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে আইটি খাতকে গুরুত্ব দিতে হবে। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) আয়োজিত তিন দিনব্যাপী ২য় চিটাগাং আইটি মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সোমবার রাতে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ। এতে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, এ কে খান গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাহউদ্দীন কাসেম খান, এসসিআইটিপির সভাপতি মোঃ আবদুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ