Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় হাসপাতালে লাশ রেখে পলায়ন

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার সদর উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রুমা আক্তারের (২৩) অস্বাভাবিক মৃত্যু, এটি হত্যা না-কি আত্মহত্যা তা নিয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে ধুম্র্যজালের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল কদ্দুসের পুত্র কুমড়ী বাজারের মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসায়ী আব্দুর রহমানের সাথে কয়েক বছর আগে পার্শ্ববর্তী মৌগাতি ইউনিয়নের গর্দি কাঞ্চনপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বউয়ের সাথে শাশুড়ির মিল না পড়ায় তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব কোন্দল দেখা দেয়। শাশুড়ি প্রায় সময়েই বিভিন্ন অজুহাতে বউকে বকাবকি করে মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিল। মানসিক যন্ত্রণা সইতে না পেরে রুমা কিছুদিন আগে রাগ করে বাপের বাড়ি চলে যায়। স্বামী রহমান বুঝিয়ে শুনিয়ে কয়েক দিন আগে রুমাকে নিজের বাড়ীতে নিয়ে আসে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে জামাই আব্দুর রহমান তার শ্বশুড় সিরাজুল ইসলামকে ফোন করে বলেন যে, তার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর পেয়ে সিরাজুল ইসলাম নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছুটে আসেন। তিনি দেখেন যে, হাসপাতালের মেঝেতে তার মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ফেলে রেখেই লোকজন পালিয়ে গেছে। মৃত রুমা’র বাবা সিরাজুল ইসলামের অভিযোগ শাশুড়ি তার মেয়েকে দেখতে পারত না। প্রায় সময়েই সে কটু কথা শুনাতো। সেই আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়েছে। আমি আমার মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ্নুর এ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করেছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে ফেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ