Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নাটোরের স্থানীয় পর্যায়ের ৩টি বেসরকারী সংগঠনের সাথে প্লাটফরমস্ ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের কার্যক্রম বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার বিকালে শহরের স্টেশন রোডস্থ কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) সম্মেলন কক্ষে সিআরসি সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম রাব্বি। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর নিলুফার আক্তার বানু, ডিস্ট্রিক্ট ফ্যসিলিটেঁটর অমর ডি কস্টা, তিন সংগঠন যথাক্রমে চলন্তিকা গণ পাঠাগারের সেক্রেটারী মোঃ শিবলী সাদিক, স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভিন আক্তার, উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ