Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় ২ দিনব্যাপী চলছে বিজ্ঞানমেলা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্ত¡রে গতকাল মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেধাই সমৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টার দিকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনিছুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, হোসেন্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনসহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। মেলায় ২২টি স্টল অঙ্ক নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ