Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসি’র নির্বাচনে শাফিন জাপার প্রার্থী!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে। এরমধ্যে সংরক্ষিত আসনে ১জন মাহলা কাউন্সিলর প্রার্থী আছেন। গত দুই দিনে এই মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আজ দুপুর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টি মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন। শিল্পী শাফিন আহমেদ ববি হাজ্জাজের দল থেকে জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনিই মূলত জাপার প্রার্থী হচ্ছেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জ-১ শুন্য আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন আলহাজ্জ মুস্তাইন বিল্লাহ। গতকাল জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মুস্তাইন বিল্লাহর মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। তিনি আগামী ২৮ ফেব্রুয়ারির কিশোরগঞ্জ-০১ শুন্য আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ