Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নেতাদের বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচারের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো- আবুল কালাম, আলহাজ মিয়া, ইব্রাহীম খলিল, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম ও মনিরুজ্জামান। গত রোববার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৬ জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধাম কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, রোববার দিনভর চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি, মাগুড়া ও ময়মসিংহ এলাকায় অভিযান চালিয়ে তাদের ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা মোবাইল ফোনগুলোও জব্দ করা হয়। তিনি বলেন, গ্রেফতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ