Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


দুই এএসআই আহত, আটক ১, ৪০ জনের বিরুদ্ধে পৃথক মামলা
একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাঁদা দাবী করে না পেয়ে ও শ্রীবরদী হাসপাতালে মাদক সেবনে বাধা দেয়ায় শেরপুরের শ্রীবরদীতে পুলিশের ওপর ছাত্রলীগ হামলা চালিয়ে দুই এ এসআইকে গুরুতর আহত করেছে। পুলিশ এসময় শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্মআহŸায়ক জিয়াউল হক জেনারেলকে আটক করে। পরে এ ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদীর টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা দাবী করে না পেয়ে ওই বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানের ওপর বিদ্যালয় মাঠেই রোববার বিকেলে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করায় শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ছাড়া একই দিন রাতে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী শ্রীবরদী হাসপাতালে মাদক সেবন করতে আসলে পুলিশ তাদের সেখানে মাদক সেবনে বাধা দেয়। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ প্রেক্ষিতে পুলিশের এএসআই রফিকুল ইসলাম পোষাক পড়া অবস্থায় শ্রীবরদী বাজারে ঔষধ কিনতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। খবর পেয়ে থানা থেকে এএসআই আব্দুল হান্নান আসলে তার ওপরও হামলা চালিয়ে তার দাত ভেঙ্গে ফেলে। পরে দুই পুলিশ সহকারি উপ-পরিদর্শককে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক জিয়াউল হক জেনারেলকে আটক করেছে। পুলিশের কাজে বাধাদান, হামলা ও মাইরপিটের ঘটনায় শ্রীবরদী থানায় অন্তত ৪০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
গতকাল বিকেলে আটক ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক জেনারেলকে ৭দিনের রিমাÐ চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক রণি মদক জানান, ছাত্রলীগের কমিটিতে যারা আছে তারা এ ঘটনার সাথে জড়িত নেই।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, অপরাধী কোন দলের হতে পারে না। পুলিশ এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ