Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলে দুর্নীতিকে ছাড় দেয়া হবে না ফেনীতে রেলমন্ত্রী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


রেল বিভাগে কোনোভাবে দুর্নীতি হলে তা ছাড় দেয়া হবে না। বাংলাদেশ রেলকে উন্নত দেশগুলোর রেলওয়ের মডেলে সাজানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। গত রোববার রাত পৌঁনে ১টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ইতোমধ্যেই তার মন্ত্রণালয় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা থেকে চট্রগ্রাম পর্যন্ত সরাসরি দ্রæতগতির (হাইস্পিড) ট্রেন প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ১ ঘণ্টা ৯ মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্রগ্রাম। তিনি আরো বলেন, আমি রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেখছি রেলওয়ের কোথায় কোথায় কী কী কাজ করা যায়। কী পরিকল্পনা করা যায়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে চালু হবে ফেনী-বিলোনীয়া রেলপথ।

এ সময় মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করার প্রতিশ্রæতিও দেন। সংক্ষিপ্ত বক্তব্যের আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিজাম উদ্দিন হাজারী এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কাজী মো. রফিকুল আলম, অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার ওমর ফারুকসহ জেলা আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ