বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘খারাপ’ পুলিশ সনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, খারাপ পুলিশের পক্ষে আমাদের কোনো অবস্থান নেই। জনগণের সহায়তা নিয়ে খারাপ পুলিশ সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই।
গতকাল (সোমবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটি নগরীর প্রবর্তক মোড়ে এ অনুষ্ঠান আয়োজন করে। সিএমপি কমিশনার বলেন, থানা হবে ভালো মানুষ আসার জায়গা। কোনো টাউট-দালালের স্থান থানায় হবে না। থানায় গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিংয়ের আহŸায়ক শামছুল আলম শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, গিয়াস উদ্দিন, মোরশেদ আলম, আঞ্জুমান আরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।