Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে যুবলীগ নেতা ম্যানসেল গুলিবিদ্ধ

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


 যশোরে রোববার গভীররাতে শহর যুবলীগের যুগ্ম আহŸায়ক মেহবুব রহমান ম্যানসেল (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। তার বাম পায়ে গুলি লেগেছে। ঘটনাটি ঘটে ষষ্টিতলাপাড়ায়। পরে গুলিবিদ্ধ ম্যানসেলকে যশোর ২৫ বেড হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পুলিশ বলছে ম্যানসেল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে মাদক ও অস্ত্রসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে আমরা খবর পাই ‘ষষ্টীতলাপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরক্ষণে রক্তাক্ত অবস্থায় সন্ত্রাসী ম্যানসেলকে পড়ে থাকতে দেখে পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একইসাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ