বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরের সামনে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর অবশেষে রাকসু নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করার সুযোগ পেল বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রক্টর ড. লুৎফর রহমানের সাথে দেখা করেন ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। এসময় ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাসহ রাকসু নির্বাচনের সকল ছাত্র সংগঠনের স্ব স্ব অবস্থান নিশ্চিত বিষয়ে কথা বলেন রাবি প্রক্টরের সাথে। কথা বলা শেষে বিশ্বদ্যিালয় প্রক্টরের হাতে ছাত্রদলের গঠনতন্ত্র তুলে দেয়া হয়। তবে কেন নেতাদের প্রক্টর অফিসের সামনে দাঁড়িয়ে রাখা হয়েছে এ বিষয়ে প্রশাসনের এক উদ্ধতন কর্মকর্তা জানান, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে র্যাগিং ও মাদক বিরোধী র্যালি থাকায় ছাত্রদলের নেতারা কিছু সময়ের জন্য দাড়িয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাতের সময় রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানীন, রাশেদ আলী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা শরীফ হোসেন, তুষার আহম্মেদ, এস.এম.আল-আমিন, হিমেল আহম্মেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।