প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো বএফডিসিতে শুরু হয়েছে তারকাদের নিয়ে সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। প্রতিযোগিতায় প্রতিদ্ব›দ্বীতা করছে ১২টি দল। সা¤পান ও পানসী নামে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ১২টি দল। প্রথম দিনের খেলায় অংশ নেন নায়ক আনিসুর রহমান মিলন, সাইফ চন্দন, শিমুল খান, নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাঞ্জু জন। টুর্নামেন্টে আরও খেলবেন গায়ক আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, নায়ক ইমন, বাপ্পি চৌধুরী, প্রযোজক আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, আশিক, আহমেদ হুমায়ূন, পরিচালক শাহীন কবির টুটুল ও অপূর্ব রানা। আগামী ৩ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন তারকা, প্রযোজক ও পরিচালকরা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক সমিতির উপ-মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, অধরা খান, আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম সোহেলসহ অনেকে। মুশফিকুর রহমান গুলজার বলেন, এ প্রতিযোগিতার আয়োজক সাংবাদিক লিমন আহমেদকে সাধুবাদ জানাতেই হবে। এতো অল্প সময়ে এতো বড় একটা আয়োজন করেছেন তিনি। প্রীতি ম্যাচ খেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিচালক বদিউল আলম খোকন, অপু বিশ্বাস, শাহীন সুমন, সঙ্গীত শিল্পী পূজা। অপু বিশ্বাস বলেন, তারকাদের জন্য দারুণ একটি আয়োজন। আমার সহকর্মীরা খেলায় অংশ নিচ্ছে। সুন্দর একটি টুর্নামেন্ট হবে বলে আশা করছি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকরা শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।