প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রন্ডা রাউজি ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) ছেড়ে দিচ্ছেন এমন গুজব রটলেও তা ঘটছে না বলে জানা গেছে। প্রো রেসলিং সাংবাদিক ডেইভ মেল্টজারের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হলে সবাই ধরে নেয় এক বছর ভিন্স ম্যাকমেয়নের কোম্পানিতে যুক্ত থাকর পর রাউজি তার প্রো রেসলিং ক্যারিয়ারের যবনিকা টানছেন। মেল্টজার তার প্রতিবেদনে লিখেছিলেন : "এপ্রিলে রেসলম্যানিয়া শেষ হবার পর তিনি তার স্বামী ট্র্যাভিসের সঙ্গে সংসারে মন দেবেন বলে খুব সম্ভাবনা আছে তিনি ডব্লিউডব্লিউই ছেড়ে দেবেন।” তবে তিনি জানাতে ভোলেননি যে তার পরও তিনি কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রোরেসলিংশিট জানিয়েছে, তিনি পরিকল্পিত ছুটি নিতে পারেন তবে তাও নিশ্চিত নয়। কয়েকটি সূত্র জানিয়েছেন রন্ডা তার নতুন ক্যারিয়ার নিয়ে অত্যন্ত খুশি এবং এ থেকে বেরিয়ে যাবার কোনও পরিকল্পনা করছেন না। রন্ডা যে সংসার করার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তাও সত্য। কয়েক মাস ধরেই তিনি এ বিষয়ে বলে আসছেন। ২০১৮’র মেতে তিনি জানিয়েছিলেন অচিরেই তিনি মা হবার প্রস্তুতি নেবেন। ডব্লিউডব্লিউই’র এক মুখপাত্র বলেছে,” এপ্রিল ১০, ২০২১ পর্যন্ত রন্ডা রাউজির সঙ্গে ডব্লিউডব্লিউই’র চুক্তি রয়েছে। এর মধ্যে তিনি যদি সন্তানসম্ভবা হতে চান তবে তা তার ব্যক্তিগত ব্যাপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।