প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
খুব কাছ থেকে যারা অভিনেতা জন অ্যাব্রাহামকে দেখেছেন তার বলতে পারবেন তার মত মজবুত দৈহিক কাঠামোর অধিকারী মানুষকে অন্যরা ঘাটাতে কখনও সাহস পাবে না। কিন্তু এই কারণে যে তিনি দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন না তা নয়। তার বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, “আমি অন্য আর সব মানুষেরই মত। আমরা একটি জিনিস দিয়ে তৈরি, আমাদের রক্তের রঙও আলাদা নয়। সুতরাং আমি সবার থেকে দূরে থাকব তা হতে পারে না। আমি মানুষকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাই না। বরং আমি মানুষের সঙ্গে থাকতে চাই।”কয়েকমাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে জন জানা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি অটোরিকশায় করে গিয়েছিলেন আর ফেরেন পায়ে হেঁটে। তিনি বলেন, “সবাই আমাকে ঘিরে পরিস্থিতি সৃষ্টি করবে এমন ভয় পাইনি আমি। ফেরার পথে বারবার থেমে অনেকর সঙ্গে সেলফি তুলেছি। আমি জনতাকে পছন্দ করি আর ভয় পাই না। তাদের সরিয়ে দেবার জন্য আমি দেহরক্ষী রাখি না। তবে একটা সময় আসে যখন দৌড়াতে হয়। কেও যদি আমার পিছু দৌড়ায় আমি আরও জোরে দৌড়াই। কেউ যদি দ্রুত দৌড়াতে পবারে সেও আমাকে ধরতে পারে না। আমি দৈনিক ২০ কিলোমিটার দৌড়াই। আমি দৌড়াই আর ‘সরি, সরি, সরি’ বলতে থাকি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।