Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অপহরণের ২ মাস পর কলেজছাত্রী উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সেনবাগে অপহরণের ১ মাস ২৮ দিন পর ফালিয়া জাহান ফারজু (১৯) নামের এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। গতকাল সোমবার সকালে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কাজী বাড়ি থেকে তাকে উদ্ধার করে। ফারজু ডমুরুয়া আকবর আলী টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্রী ও শারওয়াতলী ভূঁইয়া বাড়ির আবু তালেবের মেয়ে। এরআগে গত ৩০ নভেম্বর রাত ৯টার সময় একই এলাকার কৈইয়াজালা গ্রামের আবু তাহের (২২) আতাউর রহমান (৫৫), ইলিয়াস মেম্বার (৫০), ইউসুপ (৩২), হেদায়েত উল্লা (৩৮)। রাত ৯টার দিকে ভিকটিম ফারজু প্রকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে অপহরণকারীরা জোর পূর্বক একটি সিএসজি চালিত অটোরিক্সা যোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার পিতা আবু তালেব বাদী হয়ে গত ৫ ডিসেম্বর একটি অপরহরণ মামলা দায়ের করে। মামলা নং ৫। এরপর পুলিশ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কাজী বাড়িতে অভিযান চালিয় ১মাস ২৮দিন পর ভিকটিমকে উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ