Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল

হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি

স্টাফ রির্পোটার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে এখন উন্নযনের রোল মডেল। দেশের মানুষের মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিনত হয়েছে।

তিনি গতকাল গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকায় বিএডিসির ২’শ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিএডিসির রংপুর অঞ্চলের (বীজ বিপনন) উপ-পরিচালক সুলতান আলম, সহকারী পরিচালক নাইমুল আরিফ, সহকারী পরিচালক আজহারুল ইসলাম বিএডিসির বীজ ও সার এসোসিয়েশনের সভাপতি তাজমিনুর রহমান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হুইপ বলেন, কৃষি সেক্টরে অভাবনীয় সাফল্য এসেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হওয়ায় জনগণ যাতে অতি সহজেই বীজ, সার ও খাদ্য হাতের নাগালে পায় সে জন্য জেলায় নতুন সার, বীজ ও খাদ্য গুদাম নির্মাণ করছে।

উল্লেখ্য বিএডিসির অধীনে বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকরণ, উন্নয়ন প্রকল্পের আওতায় ২’শ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মাণ কাজে প্রায় ৫৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ