Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় নারীসহ আহত ৩ : আদালতে মামলা

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা চালিয়ে দুই নারীসহ তিনজন আহত করেছে বখাটেরা। উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাজেদা বেগম কুপ্রস্তাবকারী শাহাদাত হোসেন, তার ভাই হামলাকারী মো. শরীফের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন।

গতকাল সোমবার প্রাপ্ত মামলা সুত্রে জানা যায়, সাজেদা বেগমের স্বামী জসিম উদ্দিন স্থানীয় ধোড়করা বাজারে চা দোকানে চাকরি করে। জসিম উদ্দিনের অনুপস্থিতিতে সাজেদাকে প্রায়ই কুপ্রস্তাব দিতো পাশবর্তী বাড়ির আবদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন। এতে রাজি না হওয়ায় শাহাদাত হোসেন বিভিন্ন সময় সাজেদাকে হুমকি দিতো-‘একা পাইলে তাকে অপহরণ করে নিয়ে যাবে। জোরপূর্বক ধর্ষণ করবে’। বিষয়টি স্বামীকে অবহিত করেন সাজেদা। এরই মধ্যে বুধবার ভোরে সাজেদা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা শাহাদাত হোসেন ধর্ষণের উদ্দেশ্যে তাকে ঝাপটে ধরে। এ সময় সাজেদার চিৎকারের চেষ্টা করলে অভিযুক্ত শাহাদাত তার গলায় মাফলার দিয়ে মুখ চেপে ও মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সাজেদার চিৎকার শুনে তার ভাসুর আলী হোসেন ও ননাইশ আলেয়া বেগম ঘর থেকে বের হয়। এ সময় শাহাদাত হোসেন সাজেদার গুরুতর জখম শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধর্ষণে ব্যর্থ কিছুক্ষণ পর শাহাদাত হোসেন, তার ভাই মো. শরীফসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাজেদার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় আলী হোসেন ও আলেয়া বেগম রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত সাজেদা, আলী হোসেন ও আলেয়া বেগমকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। পরদিন সাজেদা বাদি হয়ে শাহাদাত হোসেন ও তার ভাই শরীফসহ ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ