Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়গঞ্জে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানার ১ গৃহবধূকে ঘরে আটকে রেখে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার মৃত ওসমান আলীর ছেলে মো. আলিম সেখ (২৮), সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামে গৃহবধূ মোছা. মাহমুদা খাতুনকে ছেলের চিকিৎসার টাকা ও যৌতুকে ১ লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে না দেয়ায় দিনভর নির্যাতন চালিয়ে ঐদিন বিকাল ৫টায় একই উপজেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়ায় নির্যাতিতার বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় আপনার মেয়ে শারীরিকভাবে খুবই অসুস্থ্য তাকে হাসপাতালে নেয়া প্রয়োজন যখন-তখন মারা যেতে পারে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবার পরিবারের লোকজন নিয়ে সন্ধ্যার পর রয়হাটি গ্রামে মেয়ের জামাই বাড়ি পৌছলে কথার সাথে কোন মিল না পাওয়ায় এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়। নির্যাতিতার পরিবারের লোকজন ঐ গ্রামের মুরুব্বিদের সাথে যোগাযোগ করে মেয়ের অত্যাচার ও নির্মম নির্যাতনের আলামত দেখতে পেয়ে জামাই পরিবারের লোকজনের সাথে কথাবলে নিজ মেয়েকে অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যেতে চাইলে ১৫/২০ জনের একটি দল অর্তকিতভাবে তাদের ওপর হামলা করলে ঐ গ্রামের লোকজনের সহায়তায় বাড়ি চলে আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সলঙ্গা পুলিশের স্মরণাপন্ন হলে নির্যাতিতা গৃহবধুকে উদ্ধারে সহযোগিতা করে গৃহবধুর পরিবারের কাছে হস্তান্তর করে। নির্যাতিত গৃহবধুর নানা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ