Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বৃহত্তর ফরিদপুরের একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লি. মধুখালীতে অবস্থিত।
২০১৮-২০১৯ আখমাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকলের কাছে আখচাষিদের পাওনা প্রায় ৯ কোটি টাকা। আখচাষিদের পাওনা টাকা পাওয়ার দাবিতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার সংবাদ সম্মেলন ও আখচাষিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান ও সহ-সভাপতি মির্জা মুরাদের যৌথ সভাপতিত্বে ও আখচাষি কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. ওসমান গনি মোল্যার সঞ্চালনায় চিনিকলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন কল্যান সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝুটু, বিশিষ্ঠ আখচাষি মুুন্সি বেনজির আহম্মদ, আ. হাই বাশিসহ বিভিন্ন অঞ্চলের আখচাষি নেতৃবৃন্দ।
বক্তাগণ চিনিকল কর্তৃপক্ষকে আগামী ৩ দিনের মধ্যে আখচাষিদের পাওনা টাকা পরিশোধে ব্যার্থ হলে চিনিকলে আখ দেয়া বন্ধ করে দিবেন বলে ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ