রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বৃহত্তর ফরিদপুরের একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লি. মধুখালীতে অবস্থিত।
২০১৮-২০১৯ আখমাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকলের কাছে আখচাষিদের পাওনা প্রায় ৯ কোটি টাকা। আখচাষিদের পাওনা টাকা পাওয়ার দাবিতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার সংবাদ সম্মেলন ও আখচাষিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান ও সহ-সভাপতি মির্জা মুরাদের যৌথ সভাপতিত্বে ও আখচাষি কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. ওসমান গনি মোল্যার সঞ্চালনায় চিনিকলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কল্যান সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝুটু, বিশিষ্ঠ আখচাষি মুুন্সি বেনজির আহম্মদ, আ. হাই বাশিসহ বিভিন্ন অঞ্চলের আখচাষি নেতৃবৃন্দ।
বক্তাগণ চিনিকল কর্তৃপক্ষকে আগামী ৩ দিনের মধ্যে আখচাষিদের পাওনা টাকা পরিশোধে ব্যার্থ হলে চিনিকলে আখ দেয়া বন্ধ করে দিবেন বলে ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।