Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রাচ্যনাটের প্রশিক্ষণ সমাপনী ও নাটক প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরীতে সুদীর্ঘ ১৯ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়াটারের সকল আনুসাঙ্গিক বিষয়ে একটি ¯পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৩৪টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স স¤পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৩৫তম ব্যাচেরও। আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন-এর ৩৫তম ব্যাচের সন্দপত্র বিতরণ অনুষ্ঠান। ৩৫তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের (অংশবিশেষ) উপস্থাপন করবে। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন মোঃ শওকত হোসেন সজীব এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস এবং অভিনেত্রী বিপাশা হায়াত। নাট্য প্রদর্শনী ছাড়াও ঐ দিন মিলনায়তনর বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ