Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ভাবনাকে সবক্ষেত্রে বিবেচনায় আনা উচিত

আলোচনা সভায় ঢাবি ভিসি

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার শিক্ষা ও শিক্ষা ভাবনাকে জীবনের সবক্ষেত্রে বিবেচনায় আনা উচিত বলে মন্তব্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ‘এডুকেশন ফর পিচ এন্ড ডেভেলপমেন্ট’ র্শীষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাবি শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর মোঃ মশিউজ্জামান।
ঢাবি ভিসি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় দেরিতে হলেও এ দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। আমাদেরকে সমাজ, শিক্ষা ও আদর্শ নিয়ে ভাবতে হবে। ভিসি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের মডেল বিশ^দরবারে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা দিবসের তাৎপর্য হলো এক দেশ আরেক দেশের শিক্ষাব্যবস্থা থেকে গ্রহণ করবে। এক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্ভাবন ও মডেলগুলোও বিশ^দরবারে তুলে ধরার উদ্যোগ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ