Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেফতার ৮৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপনগরের বেড়ি বাঁধ এলাকার বিরুলিয়া থেকে ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলোÑ শারমিন আক্তার সুমি ও তারিন আহমেদ। এ সময় তাদের কাছ থেকে ৩২৪ বোতল ফেন্সিডিল, নগদ ২৪শ’ টাকা ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতার দুই নারীর বাড়ি ভোলা সদরে। তারা সাভার এলাকায় থাকেন।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সাজেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজশাহী সীমন্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করে। গ্রেফতার শারমিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে বলে সে স্বীকার করে। তাদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, থানা পুলিশ ও গোয়েন্দারা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা, ৮৭৪ গ্রাম হেরোইন, দেড় কেজি গাঁজা, ১১০ বোতল ফেন্সিডিল, ৩৫ ক্যান বিয়ার ও ৩৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৫৮টি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ