Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাজ বিনির্মাণে সক্ষম চলচ্চিত্র নির্মাণ করুন- তথ্যমন্ত্রী

সাংবাদিকদের তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উন্নত, শান্তিময় ও সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্রকারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, 'চলচ্চিত্রের দর্শক কমেনি, স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখাই তা প্রমাণ করেছে। দর্শকদের প্রয়োজন সুন্দর পরিবেশ ও সুস্থ বিনোদনের চলচ্চিত্র। স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমানের সভাপতিত্বে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'চলচ্চিত্রের শক্তি তরুণদের মাঝে অমিত দেশপ্রেম সঞ্চারে সক্ষম। আমাদের সেই চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণদের উজ্জীবিত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চলচ্চিত্রবান্ধব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রতি জেলায় সিনেপ্লেক্স নির্মাণের বিষয়ে কাজ করবে সরকার।
এর আগে দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে 'সহিংসতা ও উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা' উদ্বোধনকালে ড. হাছান মাহমুদ বলেন, মেধার সাথে দেশপ্রেমের সমন্বয় হলেই কেবল মেধার সুষ্ঠু বিকাশ সম্ভব। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনকে সহিংসতা ও উগ্রবাদ থেকে মুক্ত রাখতে যে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন, এধরনের বিতর্ক তা এগিয়ে নিতে পারে। ডিবেট ফর ডেমোক্র্যাসি'র কর্ণধার হাসান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ