পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কিশোরগঞ্জে দুর্বৃত্তরে হামলায় জেলা যুবলীগ নেতা একেএম ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরের ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ইউসুফ শহরের আখড়া বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় ৫ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন, শুক্রবার রাতে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব ও তার ভাই মনিরকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াকুব বর্তমানে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পর দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া সব ধরণের ঝামেলা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।