Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসে রাসিকের আর্থিক অবস্থার পরিবর্তন হবে মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামী ছয় মাসের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে নগরভবনে মিনি কনফারেন্স কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির প্রথম সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাসিকের আয় বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। ওয়ার্ড পর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায়ে ক্যাম্প পরিচালনা, বিনা অনুমতিতে বিল বোর্ড, পোস্টার, ট্রেড লাইসেন্সে বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মেয়র রাসিকের আয় সংশ্লিষ্ট সকল কাজে নিয়োজিতদের আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সভায় রাসিকের গত জুন হতে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আয় ও ব্যয়ের বিভিন্ন খাত নিয়েও আলোচনা করা হয়।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, কাউন্সিলর নিযাম উল আযীমকাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, সচিব মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী মো. নুর ইসলাম তুষার, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ