Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ দিনব্যাপী ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী

ইসলামের সৌন্দর্য স্বার্থকভাবে তুলে ধরেছিলেন আল্লাহর ওলিগণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

শায়খুল ইসলাম শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর ৮২তম খোশরোজ উপলক্ষে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘর নলীনিকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল (শনিবার) থেকে ১১ দিনব্যাপী ইসলামী ক্যালিগ্রাফি প্রদশর্নী শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন।
অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহর ওলীগণ ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতা স্বার্থকভাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন। ইসলামী বিধানে নির্মল নান্দনিকতা ও শিল্প সৌন্দর্যকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। শিল্পীর হাতের আঁচড়ে আরবি হরফকে বিশেষভাবে ফুটে তোলার নামই হচ্ছে ইসলামী ক্যালিগ্রাফি। ইসলামের নিপুণ নান্দনিকতা ও শিল্প সৌন্দর্য ক্যালিগ্রাফির মাধ্যমে উজ্জ্বলভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান আলী, ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাইফুল্লাহ সাফা, শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী মোস্তফা আল মারুফ, মেহেদী পাতা দিয়ে পবিত্র কোরআন লেখক শিল্পী ফেরদৌস আরা বেগম, শিল্পী আমিরুল ইসলাম আমিন, শিল্পী কিশান মোশাররফ, শিল্পী আব্দুর রহিম, শিল্পী আবু দারদা, শিল্পী মাসুম বিল্লাহ প্রমুখ।
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শনী থাকবে ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পহেলা ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্যালিগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, ২ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ