Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বর্ণাঢ্য র‌্যালী, সভা-সেমিনার ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে গতকাল (শনিবার) চট্টগ্রাম কাস্টম হাউস চত্বর থেকে এক র‌্যালী বের হয়। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ র‌্যালীর উদ্বোধন করেন। র‌্যালীটি নগরীর বারিক বিল্ডিং মোড় ঘুরে আবার কাস্টম হাউসে শেষ হয়। এরপর চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে কাস্টম চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তাগণ আমদানি বাণিজ্যে জটিলতা ও হয়রানি দূরীকরণের আহ্বান জানান। তারা বলেন, আমদানিকারকদের হয়রানি মানে দেশের অর্থনীতির ক্ষতি। অহেতুক হয়রানি, জটিলতা, দীর্ঘসূত্রতা দূর না হলে দেশের রাজস্ব আয় গতিশীল হবে না। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এম এ লতিফ এমপি চট্টগ্রাম কাস্টম হাউসকে ‘স্মার্ট কাস্টম হাউসে’ উন্নীত করার তাগিদ দিয়ে বলেন, কাস্টমস প্রক্রিয়া আরও দ্রুততর করতে হবে।
তিনি বলেন, ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো দেশের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হচ্ছে। দেশের শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সার্বিক সহায়তা দিতে হবে। তবে তা ফাঁকি-ঝুকি দিয়ে নয়, স্বচ্ছতার ভিত্তিতে কাস্টমস কর্মকান্ড নিশ্চিত করতে হবে। অনেক অসাধু ব্যবসায়ী আছেন, অনেক কর্মকর্তাও অসাধু রয়েছেন। কিন্তু সবাই অসৎ নয়। তিনি বলেন, কালোবাজারি, চোরাচালানী ও অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা দেশের ক্ষতি করতে চায়। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এম এ লতিফ বলেন, গত ১০ বছরে চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ হয়নি। দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। দেশে শিল্প বিপ্লব সাধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোতাহের হোসেন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, কাস্টম হাউসে অটোমেশনের পর এখন ওয়ান স্টপ সার্ভিস চালুর সময় এসেছে। বন্দরের প্রতিটি গেইটে স্ক্যানার মেশিন বসাতে হবে। ডকুমেন্টেশন প্রক্রিয়া আরও দ্রæত সম্পন্ন করতে হবে। কোনো ব্যবসায়ী চান না বন্দরে মাশুল দিতে। যারা অহেতুক পণ্য ফেলে রেখে বন্দরকে গুদাম বানাতে চায় তাদের শাস্তির আওতায় আনা হোক। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে জনবল বাড়ানোর পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান বলেন, দেশে রাজস্ব আদায়ের বড় কেন্দ্র চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও দেখে। তিনি বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড না থাকলে তৈরি পোশাক রফতানি কঠিন হতো। এর কারণ কমপ্লায়েন্স। চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন যেমন বাড়ছে তেমনি কাস্টম হাউসের বিল অব এন্ট্রি বেড়ে যাচ্ছে। তিনি সতর্ক করে দেন, কাস্টমসের কোনো কর্মকর্তার দুর্নীতির দায় এনবিআর নেবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ