বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, রংপুর অঞ্চল দেশের অনেক স্থান থেকে পিছিয়ে আছে। উন্নয়নের জন্য রংপুরে সবকিছুই আছে। উদ্যোগ গ্রহনের অভাবে আশানুরুপ উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আন্তরিকতার সাথে সফল ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের জন্য রংপুর অঞ্চলের মানুষকে এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন। উন্নয়নের ক্ষেত্র নির্বাচনের জন্য সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কাজ শুরুর আগে প্রয়োজন পরিকল্পনা ও লক্ষ্যনির্ধারণ করা। সে কাজটি আমাদের আগে করতে হবে। সম্মিলিত ভাবে কাজ করলে যে কোন ভালো কাজ করা সম্ভব।
টিপু মুন্শি বলেন, রংপুর অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা সম্মিলিত ভাবে কাজ করলে রংপুর আর পিছিয়ে থাকবে না। রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য একসাথে কাজ করে যাবো। রংপুর অঞ্চলের উন্নয়নের সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভপতি মহসীনুল করিম লেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, মুফদি আহমেদ, সহ-সভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।