Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের কলরবে শেষ হলো ‘ফার্মফ্রেশ চিলড্রেনস ডে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মনোঃসামাজিক বিকাশে উম্মুক্ত স্থানে খেলা ধুলার সুযোগ করে দেয়ার প্রত্যয়ে, উৎসাহ-উদ্দীপনায় শিশুদের কলরবে রাজধানীতে শেষ হলো-ফার্মফ্রেশ চিলড্রেনস ডে। কোন শিশুই নয় আলাদা, খেলবে সবাই নেই যে বাধা- শ্লোগানে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল) এর আয়োজনে ঢাকার ধানমন্ডির কলাবাগান মাঠে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হলো জনপ্রিয় এই উৎসব। এবারের আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহন ছিলো প্রত্যাশার চেয়ে বেশি। এবারে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যায়।

প্রথমবারের মত ‘বিশেষ শিশু’দের অংশগ্রহন উৎসবে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বিশেষ শিশুদের জন্য ছিলো - স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ইত্যাদি। সব শিশুদের সমান অধিকারের কথা ভেবেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
দুইদিন ব্যাপী আয়োজনে শিশুদের পাশাপাশি অবিভাবকদেরও আগ্রহের মধ্যে ছিলো - পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, ৯ডি মুভি, ৩ডি বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ফান রাইড জোন। পাশাপাশি উম্মুক্ত মঞ্চে গান কবিতা পরিবেশনের সুযোগ পায় ইটপাথরের শহরের শিশুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ