বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাঙালি সংস্কৃতির আবেগময় ঐতিহ্য ঘুড়ির হারানো গৌরব ফিরিয়ে আনতে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে জাতীয় ঘুড়ি উৎসব। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এই উৎসবের আয়োজন করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘুড়ি উৎসবের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাঙালি সংস্কৃতির আবেগময় ঐতিহ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিশ্বের আধুনিক বর্ণিল আবেদন আমাদের দেশে ছড়িয়ে দিতে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন বেশ কয়েক বছর যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘুড়ি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমান জীবনের জটিলতায় আমাদের সংস্কৃতির অনেক কিছুর মতোই ঘুড়িকে আমরা ভুলতে বসেছি। তারা আরও বলেন, কক্সবাজারে পরিবেশ সংরক্ষণের জন্য ঘুড়ি ফেডারেশন, বাপা ও গ্রীণ ভয়েজের যৌথ উদ্যোগে ‘চাই নির্মল সৈকত ও সমুদ্রের কক্সবাজার’ শিরোনামে একটি গোল টেবিল বৈঠকও করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধাসহ ঘুড়ি প্রেমীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।