Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

হোলিস্টিক ডেভেলপমেন্ট পদ্ধতিতে সেবা চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

দেশের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে হোলিস্টিক ডেভেলপমেন্ট পদ্ধতিতে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান চালু করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে অর্থ বছর ২০১৮-২০১৯-এর বিজনেস প্ল্যান এর অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মশালায় সংস্থার নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ টি জেলায় ৩০০ টি ব্রাঞ্চ, ৫৪ টি এরিয়া ও ১৪টি জোন অফিসের মাধ্যমে হোলিস্টিক ডেভেলপমেন্ট পদ্ধতিতে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে।
নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক মো: সালেহ্ বিন সামসহ প্রমুখ।
কর্মশালার কার্যকরী সেশনের প্রথম দিনে ক্ষুদ্র-অর্থায়ন ও সামাজিক উন্নয়ন কর্মসূচির ১ম অর্ধ-বার্ষিকির অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী ৬ মাসের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয় এবং অন্যান্য বিভাগ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সব্বোর্চ সহযোগীতাকে সামনে রেখে তাদের বিগত ৬ মাসের অর্জন ও পরবর্তী ৬ মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করে।
দুর্বলতা ও করণীয়, অর্থ ও হিসাব বিভাগ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, নিরীক্ষা বিভাগ ২০১৮-১৯ অর্থ বছরের অর্ধ-বার্ষিক অর্জন ও পরবর্তী ছয় মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। শেষ সেশনে কর্মশালার সভাপতি ও পদক্ষেপ এর নির্বাহী পরিচালক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মকান্ড এবং তার প্রভাব নিয়ে বিশেষ আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ