Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওপরের মৌখিক নির্দেশেই ওলামা লীগের জন্ম

বিবৃতিতে ওলামা লীগ সভাপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আওয়ামী ওলামা লীগ সম্পর্কে আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ওলামা লীগ আওয়ামী লীগের কেউ নয়’। তার এ বক্তব্যের প্রেক্ষিতে ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হোসেন বুখারী এক বিবৃতিতে বলেছেন, ‘আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অংগসঙ্গঠন’ এরুপ দাবি কখনো করেনি। তবে ওলামা লীগ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, মুক্তিযুদ্ধের প্রেরণায় উদ্দীপ্ত, জামাত শিবির ও ধর্ম ব্যবসায়ীদের তান্ডব নির্মূলে নিবেদিত। নব্বইয়ের দশকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশেই ওলামা লীগের কার্যক্রম শুরু হয়। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০২ সালের ২১ নভেম্বর প্রধানমন্ত্রী ওলামা লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এছাড়া তৎকালীন সেক্রেটারী জেনারেল আব্দুল জলীল, বর্তমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মুহম্মদ নাছিম সহ বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময়ে ওলামা লীগের কর্মকান্ডে শরীক ছিলেন। ওলামা লীগ রাজপথের কার্যক্রমে সব সময় সামনের সারিতে থেকে বিএনপি জামাত সরকারের নির্যাতন সহ্য করেছে (স্বচিত্র প্রমাণ আছে)।
২০০১ সালে বিএনপি-জামাত শাসনামলে আওয়ামী ওলামা লীগের, ওলামা, পীর-মাশায়েখগণ সুদাসদনে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বলেছিন, ‘আপা আপনি ধৈর্য ধারণ করুন, আপনার জয় সামনে আসছে ইনশাআল্লাহ। ’তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা হুকুম দিয়েছিলেন, ‘প্রত্যেক জেলা ও থানায় ওলামা লীগের কমিটি গঠন করুন। আলেমদের নিয়ে মাঠে আন্দোলন গড়ে তুলুন।’
বিবৃতিতে তিনি বলেন, ২০০২ সালে চার দলীয় জোট সরকারের শাসনামলে ওলামা লীগই আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে কুরআন তেলোয়াত ও মীলাদ শরীফ পড়ে অফিস চালু করে ছিল। পর দিন তৎকালীন সেক্রেটারী আব্দুল জলীল এবং বর্তমান সেক্রেটারী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, ‘ওলামা লীগের কর্মীরাই আওয়ামী লীগের পরিক্ষীত কর্মী।’ ওলামা লীগ আওয়ামী লীগের পক্ষে এদেশের ধর্ম প্রাণ মানুষদেরকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সেতু বন্ধনের কাজ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ