প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা জনি ডেপ আদালতে এমন কিছু আইনি দলিল জমা দিয়েছেন যাতে দাবি করা হয়েছে তিনি তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের গায়ে হাত তোলেননি। এছাড়া ৫৫ বছর বয়সী অভিনেতাটি তাকে 'স্ত্রী-নির্যাতনকারী' হিসেবে চিত্রিত করার জন্য দ্য সান দৈনিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এই আইনি পদক্ষেপে ডেপ এ ছাড়াও অভিনেতাটি হার্ডের তার দিকে ফোন ছোড়া এবং ২০১৬'র ২১ মে তারিখে তাকে পেটানোর অভিযোগের বিরুদ্ধে তার দাবি তুলে ধরেছেন। জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান বলেন, "আজ আমার দলিল জমা দিয়েছি যাতে মি. ডেপের বিরুদ্ধে প্রতারণামূলক অভিযোগকে আংশিকভাবে অসার প্রমাণ করে।" জানা গেছে এসব দলিলের মধ্যে আছে অজানা কয়েকজনের বিবৃতি যারা সেই ২১ মে তারিখে অ্যাম্বারকে অক্ষত অবস্থায় দেখেছে। এছাড়া আছে এর আগে দাখিলকৃত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিবৃতি; এতেও উল্লেখ করা হয় অ্যাম্বারের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দ্য সানের বিরুদ্ধে মামলার ব্যাপারে ডেপ বলেছেন, “তারা একেবারে এক পক্ষের কথা শুনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বিবেচনাই করেনি যে একজন মানুষ ভাণ করতে পারে বা এমন ঘটনা নাও ঘটতে পারে।” দ্য সানের বিরুদ্ধে মামলার শুনানি আসছে ফেব্রুয়ারিতে হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।